জীবনের উদেশ্য খুঁজে বেড়াই? পার্ট ৪

এই দিন দিন নয়, আরো দিন আছে
এই দিনেরে নিবে তোমরা সেই দিনেরো কাছে

কুদ্দুস বয়াতির এই বিক্ষাত গানটির আরেকটি ব্যাখ্যা কিন্তু আমরা দাড় করাতে পারি

এই জীবনই জীবন না আরো জীবন আছে
এ জীবনেরে নিবে তোমরা সেই জীবনেরো আছে

কত বছরই বা বাচব? বরজর ১০০ বছর? তারপর? সব কি শেষ?

আমাদের এই লাইফটা তোঁ ছোট্ট এক রেহারসেল স্তেজ, একটা প্রি স্কুল, একটা ডেমো লেভেল, বলতে পারেন নেক্সট লাইফে খেলার এক ওয়ারম আপ লেপ

এর পরপরই তো অনন্ত কাল শুরু

আমাদের প্রত্যেকের মধ্যেই এই অনন্ত কাল বেচে থাকার এক বাসনা আছে

বাসনাটি দোষের নয়, কারন এই বাসনা দেয়েই আমাদেরকে হার্ড ওয়াইরড করা হয়েছে

একদিন হয়ত শ্বাস প্রশ্বাস থেমে যাবে, তাঁর মানে এই নয় যে আপনি শেষ হয়ে গেলেন

খেলার লেভেলটা শুধু চেইঞ্জ হল

পরবর্তী লেভেলে আপনার স্ট্যাটাস কি হবে সেটা নিরনয় করবে এই লেভেলে আপানার সার্ভিস কুয়ালিটি বা পারফরমেন্স কেমন ছিল তাঁর উপর

অনেকেই আমরা ধারনা করি যেঁ পরবর্তী লেভেলে হয়ত দুটো অপশনই আছে, হয় জান্নাত নয়ত জাহান্নাম, অথচ জেনে অবাক হবেন এর মাঝেও কিন্তু আরেকটি অপশন আছে

আর তা হল আরাফ!

আরাফ হল তাদের জন্য যারা এতটাও ভালো কাজ করেনি যেঁ ফার্স্ট ক্লাস টিকেট পেয়ে যাবে আবার এতটাও খারাপ কাজ করেনি যেঁ ডিরেক্ট হাজতে যেতে হবে

ইকোনোমি ক্লাস বলেও একটা কথা আছে!

এই আরাফবাশি সবসময়ই আশায় থাকবে তাদের কে যেন কোন না কোন সময় ফ্রি আপগ্রেড করে দেয়া হয়

[বিষয়টি এতটাই ইম্পরটেন্ট যেঁ কুরআনে পুরো একটি সুরা এই নামে নামকরন হয়েছে] [বিস্তারিত আল-কুরান ৭:৪৬-৪৯]

স্রষ্টা বলেন

তোমরা যদি কৃতজ্ঞ এবং বিশ্বাসী হয়ে থাক তোমাদের কেন আমি শুধু শুধু শাস্তি দিবো , আমি তোঁ সবই জানি [কুরআন ৪:১৪৭]

তাঁর চাওয়া পাওয়া কিন্তু খুব বেশি না!

আপনাকে নিয়ে তাঁর অনেক প্লেন আছে,

এখানে যেমন আপনাকে নিয়ে একটি প্লেন আছে তেমনি পরের জিবনেও আপনাকে নিয়ে আরেকটি প্লেন আছে

লাইফটাইম অপরচুনিটি নয়, বলতে পারেন অপরচুনিটি বিয়ন্ড লাইফটাইম

আর এই অপরচুনিটি বিয়ন্ড লাইফটাইম পাওার গারান্টিড রেসিপি কিন্তু রাসুলুল্লাহ আউট করে দিয়ে গিয়েছেন!

“তোমরা যদি কোন বিষয়ে রাইট থাকা সত্ত্বেও ঝগড়া বা তর্ক থেকে বিরিত থাক তাহলে তোমাদের জন্য জান্নাতের নিম্ন দেশে একটা ঘর গেরান্টিড

আর যদি মজার ছলেও মিথ্যা না বলে থাক তাহলে জান্নাতের মিডেল লেয়ারে একটা ঘর গেরান্টিড

আর কেউ যদি উত্তম চরিত্রের হয়ে থাক তাহলে জান্নাতের হায়েসস্ট লেভেলে একটা ঘর গেরান্টিড!”

[সুনান আবু দাউদ ৪৮০০ এবং তিরমিজি ১৯৯৩]

তাই বলছি,

যেদিন বুঝবেন যে, এই লেভেল ছারাও আরও লেভেল আছে দেখবেন এই লেভেলে খেলার স্ত্রেটেজিটাই চেঞ্জ হয়ে যাবে, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে, চেঞ্জ হবে অন্যদের সাথে আচার ব্যাবহার।

দেখবেন অনেক গোল, অনেক এক্টিভিটি অনেক সমস্যা কেমন নগণ্য হয়ে গিয়েছে। আপনার প্রাইওরিটি চেঞ্জ হয়ে গিয়েছে- ট্রেন্ডি বা খেতি থেকে তখন মানুষের সাথে আপনার সম্পর্ক গভির করার নেশা প্রধান হয়ে গিয়েছে

জাস্ট এই একটা ইনফরমাশন পুরো খেলার স্ত্রেটেজিটাই চেঞ্জ করে দেয়,

“মৃত্যুই মানেই খেলা শেষ নয়, এটাতো সিমপ্লি একটি ট্রান্সিট পিরিওড”

মৃত্যুর বিষয়ে আল্লাহ বলেন

“প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে” [কুরআন ৩:১৮৫]

লক্ষ করুন,

“তিনি কিন্তু বলেননি সবাইকেই মারা যেতে হবে”

বিশেষণ অ্যাড করেছেন

“স্বাদ গ্রহণ করতে হবে”

স্বাদ বলতেই বিষয়টি কেমন জানি পারসনাল হয়ে দাড়ায়

একেক জনের স্বাদ একেক রকমের!

অর্থাৎ

আপনার একশন নিরধারন করবে আপনি কোন ফ্লেভারের মৃত্যু উপভগ করবেন

রেসিপি আপনার হাতে, মাস্টার শেফও আপনি

আপনি নিরনয় করবেন আপনার মৃত্যুর স্বাদ কেমন হবে!

তাই, প্রশ্ন করুন

আজ যদি আপনার জীবনের শেষ দিন হয় তাহলে মৃত্যুর স্বাদটি কেমন হবে?

তিক্ত বা বিষাদ মোয়? নাকি সুইট অ্যান্ড টেইস্টি?

কি রকম হবে আপনার নেক্সট রউন্ড?

প্রিসন ক্লাস, ইকোনোমি ক্লাস? নাকি ফুরফুরে মাস্তি ওয়ালা ফার্স্ট ক্লাস যেখানে আপানর কাছের মানুষ গুলোর সাথে প্রিয় প্রিয় জায়গুলতে হেঙ্গউট করে বেরাবেন?

Leave a comment