Vision 30,000 Year

হেলিকপ্টার ফ্লাইং লেসনের ফাইনাল সেশনটি হলো – ডাইভিং সেশন

ট্রেইনার আপনার হাতে কন্ট্রোল দিয়ে হেলিকপ্টারকে নোস্ ডাইভ করে ছেড়ে দিবে

প্রচন্ড গতিতে হেলিকপ্টার নামতে থাকবে এবং ওখান থেকেই আপনাকে এর নিয়ন্ত্রণ নিতে হবে

কন্ট্রোল ছাড়ার আগে অবশ্য সে আপনাকে বলে দিবে:-

“তোমার ফোকাস সেদিকেই রাখো যেদিকে তুমি যেতে চাও”

সিম্পলই হওয়ার কথা, মুভির মতো থ্রটলটি পুল করতে হবে এবং অমনি হেলিকপ্টারটি সোজা হয়ে যাবে

কিন্তু অলমোস্ট ১০০% ক্যান্ডিডেট প্রথমবার এই সিম্পল কাজটিতে করতে পারে না

ঘটনার অকিস্মিকতায় তারা

“তোমার ফোকাস সেদিকেই রাখো যেদিকে তুমি যেতে চাও”

কথাটি ভুলে যায়
তাইতো সবাই প্রথমবার ক্রাশিং জোনের দিকেই ফোকাস দিয়ে থাকে অরে মনের অজান্তেই সেদিকে এগিয়ে যায়

পাশ থেকে ইনস্ট্রাটর যতই বলুক না কেন “পুল ওভার” “পুল ওভার”

কোনো কিছুতেই কিছু হয় না

একদম লাস্ট মোমেন্টে ইনস্ট্রাটর বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

আবারো বলে

“তোমার ফোকাস সেদিকেই রাখো যেদিকে তুমি যেতে চাও”

দ্বিতীয় বা তৃতীয় ট্রায়ালে গিয়ে বিষয়টি অন্যরা ধরতে পারে

আর তখন অবাক হয়ে দেখতে পায়

হেলিকপ্টারটি আস্তে আস্তে সেদিকে ঘুরে যাচ্ছে যেখানে তারা ফোকাস রেখেছে
.
.
.
খেয়াল আসলো, বিষয়টি টেস্ট করা দরকার

হাতের কাছে তো আর হেলিকপ্টার নেই তাই যাচাই করার জন্য বাইককেই বেছে নিলাম

বাইক নিয়ে বেরিয়ে গেলাম

বেশ স্পীডে বাইক নিয়ে আগাচ্ছি

এবার টেস্ট করার পালা

ফোকাস ১০ মিটার থেকে সরিয়ে ১০০ মিটার দূরে হালকা ১০ ডিগ্ৰী ডানে স্থির করলাম

বাস মেজিক স্টার্ট

বাইকটি আস্তে আস্তে অটোমেটিক ১০ ডিগ্রী ডানে মোর নেয়া স্টার্ট করলো

বিশ্বাস হলো না

এবার ফোকাস ১০ ডিগ্ৰী বায়ে স্থির করলাম

বাইক আবারো আস্তে আস্তে ১০ ডিগ্রী বায়ে মোর নেয়া স্টার্ট করলো

বিষয়টা একটা রোমাঞ্চকর গেমের মতো হয়ে গেলো

আসলে এটা কোনো ম্যাজিক নয়, এটা সিম্পলি আপনার সাব-কনশাস মাইন্ডের একটা প্রদর্শনী

সাব-কনশাস মাইন্ড হচ্ছে আপনার জীবনের অটোপাইলট

আপনি যেদিকে ফোকাস করবেন সে আপনাকে সেদিকেই পরিচালিত করবে

অনেকটা অজান্তেই

এ এক বিশাল শক্তি আর আপনি যদি একে ঠিক মতো কাজে লাগাতে পারেন তাহলে তো কোথায় নাই

কেরকম? এই ধরুন:

যেদিন থেকে প্রতিদিন সকালে বেলা নিজেকে তিন বছর পর কল্পনা করা স্টার্ট করলাম

সেদিন থেকে অদ্ভুত ভাবে জীবন অটোমেটিক মোর নেয়া স্টার্ট করলো

কথা বলার স্টাইল, খাওয়া দাওয়ার নিয়ম, চলা ফেরার ভঙ্গি অথবা চিনতা ভাবনার দৃষ্টিকোন সবই চেঞ্জ হওয়া স্টার্ট করলো

যেসব আইডিয়া আগে নোট বুকে #সামডে দিয়ে টুকা ছিল তা আস্তে আস্তে বাস্তব হওয়া স্টার্ট করলো

এই করতে করতে বিষয়টি নেক্সট লেভেলে নিয়ে গেলাম

কোরানের ভিশন এর সাথে জুড়ে দিলাম,

কল্পনার বেবতি তিন বছর থেকে ৩০ হাজারে বছর করলাম

কল্পনা করা স্টার্ট করলাম আজ থেকে ৩০ হাজার বছর পর জান্নাতে কি অবস্থায় থাকবো? কাদের সাথে হ্যাংআউট করবো?

বাস! জীবন আবারো মোর নেয়া স্টার্ট করলো..

এটিচুড নমনীয় হলো, ধৈর্য বেড়ে গেলে, সব থেকে বড় পাওয়া, লাইফ একদম স্ট্রেস ফ্রি হয়ে গেলো

কারণ অটল বিশ্বাস,

এই তো, আর মাত্র কয় দিন, তারপরই তো অনন্ত সুখের জীবন, শুধু পার্টি আর পার্টি ……

হেলিকপ্টার ট্রেইনারের সেই অমূল্য উপদেশ ট্রাই করে দেখতে পারেন, কে জানে হয়তো আপনিও সেই ম্যাজিক অনুভব করা স্টার্ট করবেন..

“তোমার ফোকাস সেদিকেই রাখবে যেদিকে তুমি যেতে চাও”

.
.
.

রেফারেন্স:
“যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারাই সৃষ্টির সেরা। তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান চিরকাল বসবাসের জান্নাত, যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত। তারা সেখানে থাকবে অনন্তকাল।
[সূরা বাঈয়েনা ৮ নং আয়াত]

Leave a comment